Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৩

এএসপিনেট সাম্প্রতিক কর্মকান্ডসমূহ

UNESCO Associated Schools Network (ASPnet) এর চলমান কার্যক্রম (২০২১-২০২৩)

১. ১৫ জুলাই ২০২১ তারিখে এএসপিনেট প্যারিস থেকে সদস্য রাষ্ট্রের ন্যশনাল কো-অর্ডিনেটরদের সাথে একটি সভা আয়োজন করা হয়। বিএনসিইউ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। এতে ফিউচার অব এডুকেশন ২০৫০ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণকারী সদস্যদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অংশগ্রহণকারী ৩২ টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

২. ২৩ জুলাই ২০২১ তারিখে  Evidence, Knowledge and Research in the Context of COVID-19: Fostering Equitable Partnerships for Mutual Learning শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে বিএনসিইউ প্রতিনিধি এবং এএসপিনেট ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

৩. ২৮ জুলাই ২০২১ তারিখে “Aligning national, regional and global education targets: benchmarks for SDG 4” শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে বিএনসিইউ প্রতিনিধি এবং এএসপিনেট ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ইউনেস্কোর ASPnet এর অন্তর্ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। ২৭ মার্চ ২০২২ তারিখে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা (‘ক গ্রুপ), নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা (‘খ গ্রুপ) থেকে “সমৃদ্ধির অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ” শীর্ষক এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

৫. এএসপিনেট ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ৩০ মার্চ ২০২২ তারিখে “৪র্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক একটি সেমিনার এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ মোসাদ্দেক খান, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন মানিনীয় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর সম্মানিত ডেপুটি সেক্রেটারি জেনারেল, জনাব মোঃ সোহেল ইমাম খান।

৬. ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩ এর Capacity Development Programme for ASPnet Schools on Emergency Preparedness শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত ৪০ টি এএসপিনেট স্কুলের বাছাইকৃত ৩০ টি স্কুলে ভূমিকম্প, অগ্নিকান্ড, এবং করোনা মহামারী থেকে শিক্ষার্থী, শিক্ষক, ও এলাকাবাসীর আত্মরক্ষামূলক সচেতনতা বৃদ্ধি, আত্মরক্ষার প্রস্তুতি ও সাড়া প্রদান দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি চলমান রয়েছে।  

৭. UNESCO Associated Schools Network (ASPnet) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা -৪ এর টার্গেট ৭ পূরণের লক্ষ্যে নেটওয়ার্কভুক্ত স্কুলসমূহে বিশ্ব নাগরিকত্ব, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালীকরণ, বিভিন্ন দেশ ও স্কুলসমুহের মধ্যে জ্ঞান আদান-প্রদান এবং ‘Whole school approach’ এর মাধ্যমে শিক্ষন ও অংশগ্রহণমূলক শিখন প্রক্রিয়ায় উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ASPnet এর ১৮২ জন National Coordinator শিক্ষার গুণগতমান, শিক্ষায় উদ্ভাবন এবং এসডিজি-৪ লক্ষ্যমাত্রার টার্গেট-৭ রূপান্তরে ধারণা প্রণয়নকারী এই গ্লোবাল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশীদার।

নেটওয়ার্কটি পরিচালনার একটি অপরিহার্য কার্যক্রমের অংশ হিসেবে গত ২৩-২৯ নভেম্বর ২০২২ তারিখে সদস্য রাষ্ট্রসমূহের National Coordinator-দের অংশগ্রহণে Virtual Global Conference of ASPnet National Coordinators অনুষ্ঠিত হয়। এ বিষয়ক দুটি global meeting এবং Asia and the Pacific অঞ্চলকে নিয়ে আয়োজিত Regional focus meeting এ বাংলাদেশের National Coordinator এর পক্ষে ASPnet সংক্রান্ত ডেস্কের প্রোগ্রাম অফিসার অংশগ্রহণ করেন।

কনফারেন্সটিতে ASPnet এর নতুন Draft Strategy 2022-2030 উপস্থাপন করা হয়। সেই সাথে এটি বিশ্বের বিভিন্ন দেশের National Coordinator দের একে অপরের উদ্ভাবনী ও উদ্দীপনা সৃষ্টিকারী কর্মকান্ড সম্পর্কে জানার ও শেখার এবং সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করার সু্যোগ সৃষ্টি করে। ২০২৩ সালে ASPnet এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে করনীয় নিয়েও এই ফোরামে আলোচনা করা হয়।

৮. পরবর্তীতে ASPnet-এর পক্ষ থেকে Virtual Global Conference of ASPnet National Coordinators এর উপর online Feedback চাওয়া হলে ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিএনসিইউএর পক্ষ থেকে তা যথাযথভাবে পূরণ করে প্রেরণ করা হয়। এই Feedback এর উপর ভিত্তি করে একটি পূর্ণাংগ resource toolkit তৈরী করা হবে যাতে এই কনফারেন্স সংক্রান্ত সকল ডকুমেন্টস পাওয়া যাবে। ASPnet থেকে এই toolkit-টি সকল অংশগ্রহণকারীর সাথে শেয়ার করা হবে।

৯. আইসেস্কোর সহায়তায় বিএনসিইউ কর্তৃক ০৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ০৮ ফেব্রুয়ারি ২০২৩ “The Fourth Industrial Revolution (4IR): What it means, how to respond”- শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়। ASPnetভুক্ত বাংলাদেশের ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্বনামধন্য ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০ জন শিক্ষক প্রথম ২ দিনব্যাপী অনুষ্ঠেয় কর্মশালায় এবং ৩য় দিনে অনুষ্ঠেয় সেমিনারে উক্ত ৩০ জন শিক্ষকের সাথে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রণ করেন।

ড. মোঃ মোসাদ্দেক খান, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড. সরকার তানভীর আহমেদ রুমি, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় যথাক্রমে দুইদিনের কর্মশালা পরিচালনা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মুহেইমুন-উস-সাকিব, অধ্যাপক, ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া আলোচক হিসেবে কর্মশালা পরিচালনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ৪র্থ শিল্প বিপ্লবের ধারণার সাথে পরিচিত হন। বিশেষ করে Artificial Intelligence (AI), Robotics and Internet of Things, principles and values of 4IR সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন। কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট ও 4IR সংক্রান্ত একটি বই স্মারক উপহার হিসেবে দেয়া হয়।