শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, সংস্কৃতি, সামাজিক বিজ্ঞান ও কলা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনসিইউ ইউনেস্কোর এক গুরুত্বপূর্ণ তথ্যকেন্দ্র হিসেবে কাজ করে থাকে। বিএনসিইউ লাইব্রেরী ইউনেস্কো সংক্রান্ত জার্নাল, সাময়িকী, জাতীয় কমিশনসমূহের কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট, কুরিয়ার, প্রকাশনা, বুলেটিন ইত্যাদি তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। বিএনসিইউ’র নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেখানে ইউনেস্কো ও বিএনসিইউ সংক্রান্ত সাম্প্রতিকতম তথ্য প্রদান করা হয়ে থাকে। ই-ক্যাটালগিং করা বিএনসিইউ লাইব্রেরীতে এগারো হাজারেরও বেশি বই সংরক্ষিত আছে। আগ্রহী যেকেউ বিএনসিইউ ওয়েবসাইটে প্রবেশ করে কাঙ্খিত তথ্য পেতে পারেন। তবে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর বর্তমান অফিস আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট ভবনের ষষ্ঠ তলায় স্থানান্তরের কারনে এবং হোস্টিং সংক্রান্ত সমস্যার জন্য এটি সাময়িক বন্ধ রয়েছে। এটা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।