Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৪

শিক্ষা

 

শিক্ষা কার্যক্রম

  • CapED প্রোগ্রামের আওতায় SDG4 Strategic Framework for Bangladesh প্রস্তুত

শিক্ষাক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসডিজি ৪-এডুকেশন ২০৩০ এজেন্ডার সাথে সমন্বয় করে ইউনেস্কোর সহায়তায় বিভিন্ন সদস্যরাষ্ট্রের মতো বাংলাদেশে Capacity Development for Education (CapED) প্রোগ্রামের আওতায় SDG4 Strategic Framework for Bangladesh প্রস্তুত করা হয়েছে এবং এ ফ্রেমওয়ার্কের অধীন কর্মপরিকল্পনা তৈরির কাজ চলমান। SDG4 Strategic Framework

  • Global Education Monitoring Report (GEMR) বাংলা অনুবাদ ও মোড়ক উন্মোচন

 

বৈশ্বিক শিক্ষার চিত্র শিক্ষা সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা এবং এ সংক্রান্ত মতামত তৈরির লক্ষ্যে বিএনসিইউ ধারাবাহিকভাবে Education for All Global Monitoring Report এবং Global Education Monitoring Report (GEMR) এর বাংলা অনুবাদ সংশ্লিষ্টদের মধ্যে বিতরণের লক্ষ্যে মোড়ক উন্মোচন আয়োজন করে আসছে। শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর সংস্থা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, আন্তর্জাতিক সংস্থার ও মিডিয়া প্রতিনিধিদের অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে শিক্ষা সংক্রান্ত এ আন্তর্জাতিক প্রতিবেদনের বাংলা ও ইংরেজি ভার্সন সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হয়। (https://www.unesco.org/gem-report/en/publications)    

 

  • আন্তর্জাতিক শিক্ষা দিবস উদ্‌যাপন

 

জাতিসংঘ ২০১৮ সালে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করলে বিএনসিইউ ২০১৯ সাল থেকে শিক্ষা পরিবারের সংশ্লিষ্টদের নিয়ে দিবসটি উদ্‌যাপন করে আসছে।    

 

UNESCO International Day of Education (https://www.unesco.org/en/days/education)

 

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদ্‌যাপনের সার-সংক্ষেপ (IDE Celebration Summary)   

 

UNESCO International Day of Education 2024 উদযাপন

 

https://bncu.portal.gov.bd/sites/default/files/files/bncu.portal.gov.bd/news/b09bacae_db62_40c4_a7bd_169d4245d0d3/2024-02-28-07-30-a8c438336e6c2ebc381f5e73603c8d75.pdf

 

  • ইউনেস্কোর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব
  • SDG4-Education 2030 High-Level Steering Committee (HLSC)

ই-৯ ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশ SDG4-Education 2030 High-Level Steering Committee (HLSC) তে প্রতিনিধিত্ব করছে। এডুকেশন ২০৩০ বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী মাল্টি-স্টেকহোল্ডারদের সমন্বয়কারী উচ্চপর্যায়ের প্লাটফরম হিসেবে এডুকেশন ২০৩০ হাই-লেভেল স্টিয়ারিং কমিটি স্বীকৃত। ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় এসডিজি-৪ হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে বাংলাদেশ এবং চীন নির্বাচিত হয়। তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. শিক্ষা সংক্রান্ত উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক কমিটির লিডার্স গ্রুপে বাংলাদেশ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছেন।

(https://www.sdg4education2030.org/index.php/hlsc#:~:text=The%20SDG4%2DEducation%202030%20High,the%202030%20Sustainable%20Development%20Agenda.)

  • Asia-Pacific Regional Education Minister’s Conference on SDG4-Education 2030 (APREMC II)

বিগত ৫-৭ জুন ২০২২ তারিখ পর্যন্ত ইউনেস্কো ব্যাংকক, থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ  আয়োজনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত “2nd Asia-Pacific Regional Education Minister’s Conference on SDG4-Education 2030 (APREMC II)” এ এসডিজি৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির লিডার্স গ্রুপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী ও বিএনসিইউর চেয়ারপারসন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। মাননীয় শিক্ষামন্ত্রী ও চেয়ারপারসন, বিএনসিইউ মন্ত্রী পর্যায়ের সভায় বক্তব্য প্রদান, পলিসি ডায়ালগ ও প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশগ্রহণ এবং এসডিজি ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির লিডার্স গ্রুপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সভায় প্রতিনিধিত্ব করেন। তিনদিনব্যাপী অনুষ্ঠেয় এ সম্মেলনে ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্যরাষ্ট্রসমূহে এডুকেশন ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, কোভিড পরবর্তী পরিস্থিতিতে শিখন/শিক্ষার পুনরুদ্ধার এবং উত্তম চর্চা বিষয়ে আলোচনার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ভবিষ্যত কার্যক্রম ও কৌশল নির্ধারণ সংক্রান্ত সুপারিশমালা প্রস্তুত করা হয়।

APREMC II (https://apasdg4education2030.org/apremc2022/)

Bangkok Statement 2022

  • Transforming Education Pre-Summit & Summit

বিগত ১৯ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে রাষ্ট্র/সরকার প্রধানদের অংশগ্রহণে Transforming  Education Summit অনুষ্ঠিত হয়। সামিটে সরকার প্রধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী National Statement of Commitment তুলে ধরেন। এছাড়াও মাননীয় শিক্ষা মন্ত্রী বিভিন্ন হাই লেভেল সেশন ও সাইড ইভেন্টে বাংলাদেশের পক্ষে মতামত তুলে ধরেন। উল্লেখ্য, এই সামিটের প্রস্তুতির অংশ হিসেবে বিগত ২৮-৩০ জুন ২০২২ ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত  Transforming Education Pre-Summit এ মাননীয় শিক্ষামন্ত্রী অংশগ্রহণ করেন।

 

  • Transforming Education Pre-Summit

https://www.un.org/en/transforming-education-summit/pre-summit  

Intervention Hon’ble Education Minister in Pre-Summit

https://www.youtube.com/watch?v=GQvx2iCCvJs&list=PLQKguCR9-WuY7vhmq8hSiYW1MCUlwV8Ao&index=14&t=55s

  • Transforming Education Summit 2022

(https://www.un.org/en/transforming-education-summit)

Bangladesh National Statement of Commitment

(https://knowledgehub.sdg4education2030.org/know-base?field_themes=All&field_language_target_id=All&field_country=BD&sort_by=created&sort_order=DESC&field_category=220)

Leaders Roundtable 4- Video Message of Hon’ble Prime Minister

(https://www.kaltura.com//p/2503451/embedPlaykitJs/uiconf_id/49754663?iframeembed=true&entry_id=1_na0xa0ha&kalturaStartTime=4772)   

Spotlight session 4: Digital transformation of education-Hon’ble Education Minister, Bangladesh (https://www.kaltura.com//p/2503451/embedPlaykitJs/uiconf_id/49754663?iframeembed=true&entry_id=1_5fivpdeh&kalturaStartTime=5934)

Plenary Session-Greening Education Partnership: Getting Every Learner Climate-ready- Hon’ble Education Minister, Bangladesh

(https://www.kaltura.com//p/2503451/embedPlaykitJs/uiconf_id/49754663?iframeembed=true&entry_id=1_45zfkzvi&kalturaStartTime=3381)

 

  • 2nd World Conference on Early Childhood Care and Education (WCECCE)

বিগত ১৪-১৬ নভেম্বর ২০২২ উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠেয় 2nd World Conference on Early Childhood Care and Education (WCECCE) 2022 এ অংশগ্রহণের জন্য ইউনেস্কোর মহাপরিচালকের আমন্ত্রণে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম. পি. মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশের ০৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী ন্যাশনাল স্টেটমেন্ট প্রদান করেন। এছাড়াও “Alternative models of ECCE provision” বিষয়ক একটি প্যারালাল সেশনেঅ মাননীয় শিক্ষামন্ত্রীকে বক্তব্য প্রদান করেন।

National Statement_Bangladesh_Hon’ble Education Minister & Chairperson, BNCU

(https://www.youtube.com/watch?v=y18OauLc1fI&t=4086s)

TASHKENT DECLARATION_ECCE 2022

 

  • National Sharing Workshop on Transforming Education Summit and Follow-up Actions

Transforming Education সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে বিএনসিইউ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে বিগত ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে National Sharing Workshop on Transforming Education Summit and Follow-up Actions শীর্ষক আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং বিএনসিইউর চেয়ারপারসন ডা. দীপু মনি এম. পি., বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ কামাল হোসেন এবং এবং জনাব ফরিদ আহমেদ, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গেস্ট অব্‌ অনার হিসেবে উপস্থিত ছিলেন Ms. Emma Brigham, Acting Representative of UNICEF। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বিএনসিইউর সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবু বকর ছিদ্দীক। সভায় মাধ্যমে Transforming Education Summit সম্পর্কে উপস্থাপনা, বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের অভিজ্ঞতা বিনিময়, মুক্ত আলোচনার পাশাপাশি অতিথিবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।