বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর বিগত এগারো বছরের উল্লেখযোগ্য অর্জন (২০০৯-২০২১):
- বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রতিষ্ঠার পর থেকেই ইউনেস্কো ও আইসেস্কোর সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কার্যক্রম সম্পাদন করে আসছে। ইউনেস্কো ও আইসেস্কো প্রদত্ত স্বীকৃতিসমূহের মধ্যে ১৯৯৮ সালে ইউনেস্কো কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য The Felix Houphout-Boigny-UNESCO Peace Prize প্রদান করা অন্যতম অর্জন। এছাড়া ২০১৭ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ –এ অন্তর্ভুক্ত হয়। এছাড়া বিগত দশ বছরে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন কর্তৃক সম্পাদিত উল্লেখযোগ্য অর্জনসমূহ নিম্নরূপঃ
- ঢাকায় পরপর দু’বার আন্তর্জাতিক আন্তঃধর্ম ও আন্তঃসংস্কৃতি সম্মেলন আয়োজন (২০০৯ সাল)।
- কোরিয়াভিত্তিক ইউনেস্কো ক্যাটাগরি-২ সেন্টার APCEIU এবং BNCU এর যৌথ আয়োজনে ঢাকায় Education for International Understanding (EIU) Photo Class-2010 অনুষ্ঠিত (২০১০ সাল)।
- ISESCO এবং BNCU এর যৌথ আয়োজনে ঢাকায় Introducing New Trends in Science Curricula and Teaching Materials শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত (২০১১ সাল)।
- ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন (২০১২ সাল)।
- ঢাকা ‘ইসলামী সংস্কৃতির রাজধানী’ হিসেবে আইসেস্কো কর্তৃক ঘোষিত (২০১২ সাল)।
- আহসানিয়া মিশনের ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ (২০১২ সাল)।
- ঐতিহ্যবাহী জামদানী বুননশিল্প ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৩ সাল)।
- কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো’র সহযোগিতায় ভোলা জেলার চর ফ্যাশনে সেজং লিটারেসি প্রজেক্ট বাস্তবায়িত (২০১৫ সাল)।
- জাগো ফাউন্ডেশন এর ইউনেস্কো হামাদ বিন ঈসা আল খলিফা পুরস্কার অর্জন (২০১৬ সাল)।
- বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো কর্তৃক যৌথভাবে ব্রিজ এশিয়া প্রোগ্রাম বাস্তবায়িত (২০১৬ সাল)।
- পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৬ সাল)।
- ঐতিহ্যবাহী শীতল পার্টি বুননশিল্প ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৭ সাল)।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সমীর কে সাহার ইউনেস্কো ক্যারল জে ফিনলে প্রাইজ অব মাইক্রোবাইলজি অর্জন (২০১৭ সাল)।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর-১৪ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ –এ অন্তর্ভুক্ত হয়। এ স্বীকৃতি অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ইউনেস্কোতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার মিজ সাইফা হক ISESCO প্রবর্তিত Prize for Open Digital Educational Resources অর্জন করেন (২০১৮ সাল)।
- ২৫ জানুয়ারি ২০২০ তারিখে আর্ন্তজাতিক মার্তৃভাষা ইন্সটিটিউটে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত ইউনেস্কো ঘোষিত আর্ন্তজাতিক শিক্ষা দিবস - ২০২০ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণ
- UNESCO Future of Education Initiative 2050 কার্যক্রমের জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজন (নভেম্বর ২০২০-জানুয়ারি ২০২১)
-
ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো) এবং মিস্ক ফাউন্ডেশন এবং আল ওয়ালিদ ফিলানথ্রপিস্ট ফাউন্ডেশন- এর সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সমূহে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ (ডিসেম্বর ২০২০)
-
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন (জানুয়ারি ২০২১)
- “Translate a Story Initiative in Bangladesh” শীর্ষক কার্যক্রমের ভার্চুয়াল লঞ্চিং ইভেন্ট (জুলাই ২০২১)
পুরস্কার, ফেলোশিপ এবং স্কলারশিপের ক্ষেত্রে অর্জনসমূহ ২০২৩-২৪
- UNESCO / Poland Co-Sponsored Fellowships Programme in Engineering 2024-2025 এর জন্য Mr. Emamul Islam, Chief Technical Officer and Manager , Good day Apparels Limited, Dhaka ইউনেস্কো কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ।
- UNESCO-Hamdan Award for Teacher Development 2023 এই পুরস্কারের জন্য বিএনসিইউ থেকে মনোনয়ন পাওয়া Good Neighbors Bangladesh (GNB) প্রকল্পটি ইউনেস্কো কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রথম ১০ টির মধ্যে ১ম স্হান অর্জন করেছে ।
- বাংলাদেশ হতে বিএনসিইউ কর্তৃক মনোনীত ফ্রেণ্ডশিপ সংস্হা UNESCO International Literacy Prizes 2023 for Cofucious Prize অর্জন করেছে ।
- বিএনসিইউ’র কার্যকর উদ্যোগ গ্রহনের ফলে বাংলাদেশ হতে OBHIZATRIK Foundation, “Empowering Extreme Poor Women (Shokhom Nari )” শীর্ষক প্রকল্পের জন্য ICESCO Prize for Literacy of Girl’s and Women awarded to Civil Society 2023 অর্জন করেছে ।
আইসেস্কো দপ্তরের অর্জনসমূহ ২০২৩-২৪
বিএনসিইউ গত ০৭- ০৯ ফেব্রুয়ারি ২০২৩ সময়ে আইসেস্কোর সহায়তায় “The Fourth Industrial Revolution (4IR): What it means, how to respond”- শীর্ষক ০৩ দিনব্যাপী কর্মশালা এবং সেমিনার আয়োজন করে। গত ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত কর্মশালায় ইউনেস্কোর এসোসিয়েটেড স্কুলস প্রজেক্ট নেটওয়ার্কভুক্ত (ASPNet) বাংলাদেশের ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্বনামধন্য ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া, ০৩ দিনব্যাপী আয়োজিত কার্যক্রমের শেষদিনে অর্থাৎ বিগত ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত সেমিনারে, কর্মশালায় অংশগ্রহণকারি উল্লিখিত ১৫ টি স্কুলের ৩০জন শিক্ষকের সাথে প্রতিটি স্কুল হতে অষ্ঠম-দ্বাদশ শ্রেণী পর্যায়ের ৩ জন করে মোট ৪৫ জন শিক্ষার্থীও অংশগ্রহণ করছেন। ফলে ওয়ার্কশপে গ্রহণকারী শিক্ষকদের সাথে সাথে সেমিনারে অংশগ্রহণকারি শিক্ষার্থীরাও সরাসরি মূল প্রবন্ধ উপস্থাপনা এবং আলোচকদের বক্তব্য হতে ৪র্থ শিল্প বিপ্লব সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করতে সমর্থ হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) উদ্যোগে কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখা সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে ‘ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো) পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কনফারেন্স রুমে ২০২৩ সালের পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বে প্রথম এই পুরস্কার অর্জন করে বাংলাদেশের বেসরকারি সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন ও মিশরের একটি সংস্থা। অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মো. আহমেদ ইমতিয়াজ প্রধান অতিথি প্রধান অতিথি জনাব সোলেমান খান, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর কাছ থেকে পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং প্রশংসা সনদ গ্রহণ করেন। সংস্থাটি ‘কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখায়’ স্বরূপ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্প ‘সক্ষম নারী’ এর জন্য আইসেস্কোর এই পুরস্কার অর্জন করেন।
সংস্কৃতির ক্ষেত্রে ও আইসেস্কো’র সাথে বাংলাদেশের সাম্প্রতিক উল্লেখযোগ্য অর্জন এর মধ্যে অন্যতম হচ্ছে গত ৮-৯ অক্টোবর ২০২৪ তারিখে আজারবাইজানের শুসাতে আয়োজিত Islamic World Heritage Committee (IWHC) ১২তম সভায় ২২টি (বাইশ) সদস্য রাষ্ট্রর মোট ৪৪টি (চুয়াল্লিশ) Tangible Heritage Assets আইসেস্কো’র List of Heritage in the Islamic World এ অন্তর্ভুক্ত করার গৃহীত সিদ্ধান্তের বিষয়টি। উক্ত সিদ্ধান্তের মধ্যে বাংলাদেশ এর Mughal Fort, Lalbag, Dhaka এবং Mughal forts on Fluvial Terrains in Dhaka কে অন্তর্ভুক্ত করা হয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক।