Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২১

অর্জনসমূহ

শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন সংশ্লিষ্ট তথ্য

 

 

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর বিগত এগারো বছরের উল্লেখযোগ্য অর্জন (২০০৯-২০২১):

 

  • বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রতিষ্ঠার পর থেকেই ইউনেস্কো ও আইসেস্কোর সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক  কার্যক্রম সম্পাদন করে আসছে। ইউনেস্কো ও আইসেস্কো প্রদত্ত স্বীকৃতিসমূহের মধ্যে ১৯৯৮ সালে ইউনেস্কো কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য The Felix Houphout-Boigny-UNESCO Peace Prize প্রদান করা অন্যতম অর্জন। এছাড়া ২০১৭ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ –এ অন্তর্ভুক্ত হয়। এছাড়া বিগত দশ বছরে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন কর্তৃক সম্পাদিত উল্লেখযোগ্য অর্জনসমূহ নিম্নরূপঃ

 

  • ঢাকায় পরপর দু’বার আন্তর্জাতিক আন্তঃধর্ম ও আন্তঃসংস্কৃতি সম্মেলন আয়োজন (২০০৯ সাল)।

 

  • কোরিয়াভিত্তিক ইউনেস্কো ক্যাটাগরি-২ সেন্টার APCEIU এবং BNCU এর যৌথ আয়োজনে ঢাকায় Education for International Understanding (EIU) Photo Class-2010 অনুষ্ঠিত (২০১০ সাল)।

 

  • ISESCO এবং BNCU এর যৌথ আয়োজনে ঢাকায় Introducing New Trends in Science Curricula and Teaching Materials শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত (২০১১ সাল)।

 

  • ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন (২০১২ সাল)।

 

  • ঢাকা ‘ইসলামী সংস্কৃতির রাজধানী’ হিসেবে আইসেস্কো কর্তৃক ঘোষিত (২০১২ সাল)।

 

  • আহসানিয়া মিশনের ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ (২০১২ সাল)।

 

  • ঐতিহ্যবাহী জামদানী বুননশিল্প ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৩ সাল)।

 

  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কো’র ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত (২০১৪ সাল)।

 

  • কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো’র সহযোগিতায় ভোলা জেলার চর ফ্যাশনে সেজং লিটারেসি প্রজেক্ট বাস্তবায়িত (২০১৫ সাল)।

 

  • জাগো ফাউন্ডেশন এর ইউনেস্কো হামাদ বিন ঈসা আল খলিফা পুরস্কার অর্জন (২০১৬ সাল)।

 

  • বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো কর্তৃক যৌথভাবে ব্রিজ এশিয়া প্রোগ্রাম বাস্তবায়িত (২০১৬ সাল)।

 

  • পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৬ সাল)।

 

  • ঐতিহ্যবাহী শীতল পার্টি বুননশিল্প ইউনেস্কো’র ইনট্যান্জিবল কালচারাল হেরিটেজ–এর অন্তর্ভুক্ত (২০১৭ সাল)।

 

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সমীর কে সাহার ইউনেস্কো ক্যারল জে ফিনলে প্রাইজ অব মাইক্রোবাইলজি অর্জন (২০১৭ সাল)।

 

  • ২০১৭ সালের ৩০ অক্টোবর-১৪ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ –এ অন্তর্ভুক্ত হয়। এ স্বীকৃতি অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ইউনেস্কোতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

 

  • ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার মিজ সাইফা হক ISESCO প্রবর্তিত Prize for Open Digital Educational Resources অর্জন করেন (২০১৮ সাল)।

 

  • দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান স্মারক হিসেবে INTEGRITY কর্নার স্থাপন (২০১৮ সাল)।

 

  • ২৫ জানুয়ারি ২০২০ তারিখে আর্ন্তজাতিক মার্তৃভাষা ইন্সটিটিউটে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত ইউনেস্কো ঘোষিত আর্ন্তজাতিক শিক্ষা  দিবস - ২০২০ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণ   

 

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রথমবারের মত ইউনেস্কোর মহাপরিচালক তাঁর বাণী প্রেরণ (২০২০)

 

  • UNESCO Future of Education Initiative 2050 কার্যক্রমের জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজন (নভেম্বর ২০২০-জানুয়ারি ২০২১)

 

  • ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো) এবং মিস্ক ফাউন্ডেশন এবং আল ওয়ালিদ ফিলানথ্রপিস্ট ফাউন্ডেশন- এর সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সমূহে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ (ডিসেম্বর ২০২০)

  • বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন (জানুয়ারি ২০২১)

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কোর ASPnet (Associated School Project Network) এর অন্তর্ভুক্ত ঢাকার ৪০ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা (ফেব্রুয়ারি ২০২১)

 

  • “Translate a Story Initiative in Bangladesh” শীর্ষক কার্যক্রমের ভার্চুয়াল লঞ্চিং ইভেন্ট (জুলাই ২০২১)

 

  • ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি ২০২১ 

 

 

অর্জনসমূহ