Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষা দিবস সংক্রান্ত কার্যক্রম

আন্তর্জাতিক শিক্ষা দিবস (২০১৯-২০২২) উদ্‌যাপন সংক্রান্ত সার-সংক্ষেপ

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়

 

আন্তর্জাতিক শিক্ষা দিবস

থিম

উদ্‌যাপনের তারিখ, সময়, স্থান

উদ্‌যাপনের ধরণ

অতিথি

অডিয়েন্স

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০১৯

The Role of Education for Peace and Development

‘শান্তি ও সমৃদ্ধি অর্জনে শিক্ষার ভূমিকা’

২৪ জানুয়ারি ২০১৯

 

সকাল ১০:০০

 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম  

কীনোট উপস্থাপন ও আলোচনা সভা 

স্বাগত বক্তব্য-জনাব মোঃ মনজুর হোসেন, ডেপুটি সেক্রেটারি জেনারেল, বিএনসিইউ

 

কীনোট উপস্থাপক

প্রফেসর ড. হারুন-অর-রশিদ  উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

 

অতিথি

  • ডা. দীপু মনি এম.পি. মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়- প্রধান অতিথি
  • জনাব মোঃ জাকির হোসেন, এম.পি., মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- বিশেষ অতিথি
  • জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি. মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়- বিশেষ অতিথি
  • জনাব মোঃ আলমগীর, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ- গেস্ট অব অনার          
  • জনাব মোঃ আকরাম-আল-হোসেন, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় -গেস্ট অব অনার
  • মিজ বিয়াট্রিস কালডুন, হেড এন্ড রিপ্রেজেন্টেটিভ, ইউনেস্কো ঢাকা-গেস্ট অব অনার
  • জনাব মোঃ সোহরাব হোসাইন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-সভাপতি

শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটি সংগঠনের আনুমানিক ৪০০ জন প্রতিনিধি

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২০

Learning for people, planet, prosperity, and peace ‘মানুষ, ধরিত্রী, সমৃদ্ধি ও শান্তির জন্য শিক্ষা’

২৫ জানুয়ারি ২০২০ শনিবার

 

বিকাল ৩:০০মিনিট  

 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম  

অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি ও ব্যবস্থাকে তুলে ধরতে বিভিন্ন পর্যায়ের এবং ধারার (মূলধারা, মাদ্রাসা, ইংরেজী মাধ্যম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বিশেষভাবে সক্ষম) শিক্ষার্থীদের সমাবেশ, কীনোট উপস্থাপন এবং  আলোচনা সভা

অনুষ্ঠান

  • শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জন নিয়ে প্রস্তুতকৃত তথ্যচিত্র প্রদর্শন
  • স্বাগত বক্তব্য-ডেপুটি সেক্রেটারি জেনারেল, বিএনসিইউ 
  • সম্মানিত অতিথির বক্তব্য-মিজ বিয়াট্রিস কালদুন

 

কীনোট উপস্থাপন

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক

 

আলোচক

  • জনাব মোঃ আকরাম-আল-হোসেন, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • মুনশী শাহাবুদ্দীন আহমেদ, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ 

 

 

অতিথি

  • ডা. দীপু মনি এম.পি., মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়-প্রধান অতিথি
  • জনাব মোঃ মাহবুব হোসেন,  সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন-সভাপতি       

শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটি সংগঠনের আনুমানিক ৪০০ জন প্রতিনিধি

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১

Recover and Revitalize Education for the COVID-19 Generation

‘কোভিড-১৯  প্রজন্মের জন্য শিক্ষা পুনরুদ্ধার ও 

পুনরুজ্জীবিতকরণ’

২৪ জানুয়ারি ২০২১

রবিবার,

 

বিকাল ৩:০০

 

বিএনসিইউর সভাকক্ষ

 

কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধের কারণে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি উভয় মাধ্যমে অনুষ্ঠিত সভায় অতিথিবৃন্দ ভার্চুয়ালি এবং বিএনসিইউর সভাকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের ৪০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আলোচনা সভা

কীনোট উপস্থাপন (ভার্চুয়ালি)

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক

 

আলোচক (ভার্চুয়াল)

  • জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
  • গোলাম মোঃ হাসিবুল আলম, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • মিজ বিয়াট্রিস কালডুন, হেড অব্‌ অফিস এন্ড ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ    

 

অতিথি (ভার্চুয়ালি সংযুক্ত)

  • ডা. দীপু মনি এম.পি. মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়- প্রধান অতিথি
  • জনাব মোঃ জাকির হোসেন, এম.পি., মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় - বিশেষ অতিথি
  • জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি. মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় - বিশেষ অতিথি
  • জনাব মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সেক্রেটারি জেনারেল, বিএনসিইউ-সভাপতি

শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগসমূহ, প্রাথমিক ও গণশক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ১৮ টি প্রতিষ্ঠানকে প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়;

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২২

Changing course, transforming education-‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’

    

তারিখ: ২৪ জানুয়ারি ২০২২, সোমবার, বিকাল ৩.০০ টা   

 

বিএনসিইউর সভাকক্ষ

 

ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি উভয় মাধ্যমে অনুষ্ঠিত সভায় মূল আলোচক, অতিথিবৃন্দ ভার্চুয়ালি এবং বিএনসিইউর সভাকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের ৪০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আলোচনা সভা

কীনোট উপস্থাপন (ভার্চুয়ালি):  

 

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ জনাব আবুল মোমেন   

 

আলোচক (ভার্চুয়াল)

  • জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সম্মানিত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
  • গোলাম মোঃ হাসিবুল আলম, সম্মানিত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

স্বাগত বক্তব্য:

জনাব মোঃ সোহেল ইমাম খান, ডেপুটি সেক্রেটারি জেনারেল (যুগ্মসচিব), বিএনসিইউ      

গেস্ট অব্‌ অনার:  

মিজ বিয়াট্রিস কালডুন, হেড অব্‌ অফিস এন্ড ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ

 

অতিথিবৃন্দ: (ভার্চুয়াল উপস্থিতি)

  • ডা. দীপু মনি এম.পি. মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং চেয়ারপারসন, বিএনসিইউ- প্রধান অতিথি  
  • জনাব মোঃ জাকির হোসেন, এম.পি., মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় - বিশেষ অতিথি
  • জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি. মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় - বিশেষ অতিথি

 

সভাপতি:

জনাব মোঃ আবু বকর ছিদ্দীক, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সেক্রেটারি জেনারেল, বিএনসিইউ - সভাপতি

শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগসমূহ, প্রাথমিক ও গণশক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের শিক্ষা  প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২০ টি প্রতিষ্ঠানকে প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়;