Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২১

ASPnet (Associated School Project Network) কান্ট্রি প্রোফাইল

UNESCO Associated School Project Network (ASPnet) কার্যক্রম মূলত শুরু হয় ১৯৫৩ সালে। প্রাথমিকভাবে মাত্র ১৫ টি সদস্য রাষ্ট্রের সহযোগে এই কার্যক্রম শুরু হলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী সর্বাধিক বিস্তৃত স্কুল নেটওয়ার্ক্সমূহের একটি। বর্তমানে ইউনেস্কোর ১৮২ টি সদস্য রাষ্ট্রের প্রায় ১১৫০০ শিক্ষা প্রতিষ্ঠান এএসপিনেট কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক সমঝোতা, শান্তি, আন্তঃসাংস্কৃতিক সংলাপ, টেকসই উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা সম্প্রসারণে কাজ করছে।

এএসপিনেট কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে পরিচালিত হয়ে থাকে। প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তর থেকে একটি টিম এএসপিনেট কার্যক্রমের আন্তর্জাতিক কার্যক্রম দেখভাল করে থাকে। দেশীয় পর্যায়ে সদস্য রাষ্ট্রের জাতীয় কমিশনসমূহ এই কার্যক্রম পরিচালনার সাচিবিক দায়িত্ব পালন করে থাকে। এএসপিনেটভুক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষক এবং শিক্ষার্থীরাই মূলত এই কার্যক্রম পরিচালনার প্রকৃত চালিকাশক্তি।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর মাধ্যমে এএসপিনেট কার্যক্রমের সাথে যুক্ত। প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এএসপিনেটের বিভিন্ন কার্যক্রমে সফলতার সাথে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে এই কার্যক্রমসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

পদাধিকারবলে বাংলাদেশ ইউনেস্কো কমিশন এর ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব মোঃ সোহেল ইমাম খান বাংলাদেশে এএসপিনেট প্রোগ্রাম এর ন্যাশনাল কো-অর্ডিনেটর। তবে একটি স্বতন্ত্র ডেস্ক হিসেবে একজন প্রোগ্রাম অফিসার এএসপিনেট প্রোগ্রাম সংক্রান্ত দায়িত্ব পালন করে থাকেন।

 

ASPnet (Associated School Project Network) তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহ 

১। এস ও এস হারম্যান মেইনার কলেজ, ঢাকা।  

২। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা। 

৩। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।

৪। সেন্ট গ্রেগরীজ হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা।  

৫। ওয়েস্ট এন্ড হাই স্কুল, ঢাকা। 

৬। রাজউক উত্তরা মডেল কলেজ

৭। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। 

৮। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ঢাকা। 

৯। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। 

১০। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। 

১১। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা।

১২। বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

১৩। আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ

১৪। ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

১৫। বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ বর্ডার গার্ড বাংলাদেশ কলেজ, ঢাকা। 

১৬। মগবাজার গার্লস হাই স্কুল, ঢাকা। 

১৭। বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা। 

১৮। ধানমন্ডি গভঃ গার্লস হাই স্কুল, ঢাকা। 

১৯। হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

২০। সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

২১। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, ঢাকা। 

২২। ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল। 

২৩। তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা। 

২৪। খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা। 

২৫। ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, ঢাকা। 

২৬। আগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

২৭। শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

২৮। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।

২৯। মিরপুর শাহ আলী স্কুল, ঢাকা।

৩০। মিরপুর ল্যাবরেটরি স্কুল, ঢাকা। 

৩১। কেম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

৩২। স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা।

৩৩। উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা।

৩৪। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

৩৫। এস এফ এক্স গ্রীন হেরাল্ড স্কুল, ঢাকা।

৩৬। কামরুন্নেসা গভঃ গার্লস হাই স্কুল, ঢাকা।

৩৭। ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা। 

৩৮। শের-ই-বাংলা নগর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

৩৯। শের-ই-বাংলা নগর গভঃ বয়েজ স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

৪০। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। 

৪১। গৌরিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ     

৪২। ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়

৪৩। পীরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়

৪৪। ঝিকরগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  

৪৫। মাদারিপুর ইউনাইটেড ইসলামি উচ্চ বিদ্যালয়

৪৬। রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়        

৪৭। সিরাজগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৪৮। শ্রীমঙ্গল সরকারি বালক উচ্চ বিদ্যালয়