আইসেস্কো
ওআইসির সদস্যভুক্ত দেশগুলো নিয়ে ১৯৭৯ সালের মে মাসের ০৩ তারিখ আইসেস্কো প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মরক্কোর রাবাতে অবস্থিত। এর বর্তমান ডিজি সৌদি নাগরিক Dr. Selim M. AlMalik । ৫৪ সদস্যভুক্ত আইসেস্কো, ইসলামি বিশ্বের সর্ববৃহৎ সংস্থা যা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশ ৫৪ সদস্য বিশিষ্ট ইসলামিক বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক সংস্থা আইসেস্কো’র অন্যতম সদস্য। বাংলাদেশ ১৯৮২ সালে আইসেস্কো’র সদস্যপদ লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে অদ্যাবধি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখপাত্র হিসেবে আইসেস্কো’র সাথে সকল ধরনের যোগাযোগ রক্ষা করে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব পদাধিকারবলে বিএনসিইউ’র সেক্রেটারি জেনারেল এবং আইসেস্কোর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। প্রতি বছর অনুষ্ঠিত আইসেস্কোর এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় শিক্ষাসচিব মহোদয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পদাধিকারবলে বিএনসিইউ’র চেয়ারম্যান। প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত আইসেস্কোর সাধারণ সভায় মন্ত্রী মহোদয় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আইসেস্কো’র সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের সভায় বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ ও জাতীয় অবস্থান তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিনিধিদলকে বিএনসিইউ প্রয়োজনীয় কারিগরী ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা প্রদান করে থাকে। আইসেস্কো সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের সভায় গৃহীত রেজ্যুলেশনের বাস্তবায়ন, আইসেস্কো সদর দপ্তরের নির্ধারিত চাঁদা প্রদান এবং আইসেস্কো’র বিএনসিইউ প্রায় প্রতি বছর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সভা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এছাড়াও আন্তর্জাতিক পরিসরে আইসেস্কো আয়োজিত বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালাসমূহে বিষয় সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের জোরালো এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনসিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী বিশেষতঃ OIC ভুক্ত অঞ্চলের জাতীয় কমিশনগুলোর সাথে বিএনসিইউ একটি সৌহার্দ্যপূর্ণ, পাস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে।
চলমান কার্যক্রম ও অর্জনসমূহ
বিগত ০১-০৩ নভেম্বর ২০২১ সময়ে আইসেস্কো’র সদর দপ্তর মরক্কোর রাবাতে অনুষ্ঠিত “Global Space Science Summit”-এ বাংলাদেশ হতে Bangladesh Space Research & Remote Sensing Organization (SPARRSO)-এর তৎকালীন চেয়ারম্যান, জনাব মিজানুর রহমান বাংলাদেশ হতে অংশগ্রহণ করেন।
বিগত ০৬ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ এবং ৮-৯ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ সময়ে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত যথাক্রমে আইসেস্কো’র ৪২তম নির্বাহী বোর্ড সভা ও ১৪তম সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন সম্মানিত সচিব এবং বিএনসিইউ’র সেক্রেটারি জেনারেল জনাব মোঃ মাহবুব হোসেন।
বিগত ৩০ মার্চ ২০২২ তারিখে আইসেস্কো সদরদপ্তর মরক্কোর রাবাতে "Perspectives of the lady-poem"- শীর্ষক প্রতিপাদ্যের উপর World Poetry Pay উদযাপন অনুষ্ঠানে কবি আনোয়ারা সৈয়দ হক বাংলাদেশ হতে অংশগ্রহণ করেন।
বিগত ২১ হতে ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ এবং আগামী ২৩ হতে ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সময়ে যথাক্রমে আইসেস্কোর First Consultative Meeting on "Strategic Indicators for Development in the Islamic World: Knowledge indicator as a model" এবং 43rd Session of ICESCO’s Executive Council- এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন সম্মানিত সচিব এবং বিএনসিইউ’র সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবু বকর ছিদ্দীক।
বিএনসিইউ গত ০৭- ০৯ ফেব্রুয়ারি ২০২৩ সময়ে আইসেস্কোর সহায়তায় “The Fourth Industrial Revolution (4IR): What it means, how to respond”- শীর্ষক ০৩ দিনব্যাপী কর্মশালা এবং সেমিনার আয়োজন করে। গত ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত কর্মশালায় ইউনেস্কোর এসোসিয়েটেড স্কুলস প্রজেক্ট নেটওয়ার্কভুক্ত (ASPNet) বাংলাদেশের ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্বনামধন্য ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া, ০৩ দিনব্যাপী আয়োজিত কার্যক্রমের শেষদিনে অর্থাৎ বিগত ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত সেমিনারে, কর্মশালায় অংশগ্রহণকারি উল্লিখিত ১৫ টি স্কুলের ৩০জন শিক্ষকের সাথে প্রতিটি স্কুল হতে অষ্ঠম-দ্বাদশ শ্রেণী পর্যায়ের ৩ জন করে মোট ৪৫ জন শিক্ষার্থীও অংশগ্রহণ করছেন। ফলে ওয়ার্কশপে গ্রহণকারী শিক্ষকদের সাথে সাথে সেমিনারে অংশগ্রহণকারি শিক্ষার্থীরাও সরাসরি মূল প্রবন্ধ উপস্থাপনা এবং আলোচকদের বক্তব্য হতে ৪র্থ শিল্প বিপ্লব সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করতে সমর্থ হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) উদ্যোগে কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখা সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে ‘ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো) পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কনফারেন্স রুমে ২০২৩ সালের পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বে প্রথম এই পুরস্কার অর্জন করে বাংলাদেশের বেসরকারি সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন ও মিশরের একটি সংস্থা। অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মো. আহমেদ ইমতিয়াজ প্রধান অতিথি প্রধান অতিথি জনাব সোলেমান খান, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর কাছ থেকে পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং প্রশংসা সনদ গ্রহণ করেন। সংস্থাটি ‘কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখায়’ স্বরূপ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্প ‘সক্ষম নারী’ এর জন্য আইসেস্কোর এই পুরস্কার অর্জন করেন।