UNESCO/The People's Republic of China - the Great Wall Co-Sponsored Fellowships Programme 2025-2026 - এর সার্কুলার লেটার বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্হা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ।
UNESCO-AI Fozan International prize for the Promotion of Young Scientists in STEM 2024 এর সার্কুলার লেটারসহ প্রয়োজনীয় সংশ্লিষ্ট সংস্হা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ।
Call for 2024 UNESCO - Equatorial Guinea International Prize for Research in the Life Sciences - সম্পর্কিত কাগজপত্রাদি বহুল প্রচার ও মনোনয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ই-পত্র প্রেরণ ।
Call for 2024 Future Designer International Innovation Design Awards and Science for SDGs Innovation Contest সম্পর্কিত কাগজপত্রাদি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্হা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ।
International UNESCO / Josh Marti Prize 2024 এর সার্কুলার লেটার বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্হা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ।
UNESCO ICM Martial Arts Education Prize 2024 এই পুরস্কারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অডিও-ভিডিও ও অন্যান্য কাগজপত্রাদি অনলাইনে জমাদানের জন্য ই-পত্র প্রেরণ ।
UNESCO Prize for Girl’s and Women’s Education 2024 এর জন্য বাংলাদেশ হতে ২টি সংস্হা OBHIZATRIK Foundation এবং Dhaka Ahsania Mission (DAM ) বিএনসিইউ’র স্টেটমেন্টসহ অনলাইনে মনোনয়ন দেয়া হয়েছে ।
বৃত্তি ও পুরস্কার শাখার চলমান কার্যক্রম-২০২৩
Library of Congress Literacy Awards 2023 সম্পর্কিত কাগজপত্রাদি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠানে প্রেরণ।
Call for 2023 Michel Batisse Award for Biosphere Reserve Management এর মনোনয়ন প্রেরণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ই-পত্র প্রেরণ।
UNESCO King Hamad Bin Isha Al-Khalifa Prize for the Use of Information and Communication Technologies (ICTs) in Education 2022 এর জন্য বাংলাদেশ হতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের আওতাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) –কে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের স্টেটমেন্টসহ অনলাইনে মনোনয়ন দেয়া হয়েছে এবং চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াধীন।
ইউনেস্কো হতে প্রাপ্ত UNESCO/Guillermo Cano World Press Freedom Prize 2023 এর সার্কুলার লেটার বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
UNESCO-Al Fozan International Prize for the Promotion of Young Scientists in STEM এর জন্য বাংলাদেশ হতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তা মোছাঃ মুসলিমা খাতুন, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, সাভার, ঢাকা এবং বেগম রাশিদা হক, বৈজ্ঞানিক কর্মকর্তা (সাধারণ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ঢাকাকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের স্টেটমেন্টসহ অনলাইনে মনোনয়ন দেয়া হয়েছে এবং চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াধীন।
ইউনেস্কো হতে প্রাপ্ত The UNESCO-Japan Prize on “Education for Sustainable Development 2023 এর সার্কুলার লেটারসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
“UNESCO-Sharjah Prize for Arab Culture- 19th edition সম্পর্কিত কাগজপত্রাদি বহুল প্রচার ও মমোনয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ই-পত্র প্রেরণ।
‘Tree of Peace’ prize of UNESCO 2014 জন্য বাংলাদেশ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত হন।
বিএনসিইউ’র কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ হতে জাগো ফাউন্ডেশনকে UNESCO-Hamad Bin Isha Al-Khalifa Prize for the use of Information and Communication Technologies (ICTs) in Education ২০১৬ পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে বর্ণিত পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনকে ২৫ হাজার ইউ এস ডলার এবং একটি ডিপ্লোমা প্রদান করা হয়।
Global Teacher Prize-2016- এর জন্য বাংলাদেশ হতে বেগম শাহানাজ পারভীন, সহকারী শিক্ষক, উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরপুর, বগুড়া নির্বাচিত হন। ঐ বছর Global Teacher Prize-এর জন্য আবেদনকৃত ১৭৯ টি দেশের ২০,০০০ শিক্ষকের মধ্যে উক্ত তালিকায় প্রথম পঞ্চাশ জনের মধ্যে তিনি বাংলাদেশ হতে স্থান করে নেন।
UNESCO/Republic of Korea Co Sponsored Fellowships Programme-2016 –এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আখতার-উজ্জামান চূড়ান্তভাবে নির্বাচিত হন।
The Carlos J. Finlay UNESCO Prize for Microbiology-2017-এর জন্য বাংলাদেশ হতে সমীর কে সাহা (Ex-graduate of Department of Microbiology, Dhaka University) and Executive Director of Child Health Research Foundation নির্বাচিত হন।
UNESCO/China Great Wall CoSponsored Fellowships Programme, 2017-2018–এর জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার Plant Pathology বিভাগের ছাত্রী মিস ইসরাত জাহান নির্বাচিত হন।
UNESCO/POLAND Co-Sponsored Fellowships Programme in Engineering cycle-2017-–এর জন্য যৌথভাবে Soil Investigation Division, Road Research Laboratory, মিরপুর, ঢাকা-এর নির্বাহী প্রকৌশলী (সিসি) (আরএইচডি) বেগম সালমা আক্তার খুকী এবং Grameen Intel Social Business LTd, গুলশান ভবন, প্লট ৩৩৫ , ঢাকা- এর সফটওয়ার প্রকৌশলী বেগম ফায়জা নুঝাত নির্বাচিত হন।
ইউনেস্কোর মহাপরিচালক UNESCO/Emir Jaber al-Ahmad al-Jaber al-Sabah Prize for Digital Empowerment of Persons with Disabilities পুরস্কারের সম্মানিত জুরী সদস্য হিসেবে বাংলাদেশ হতে মিস সায়মা ওয়াজেদ হোসেনকে মনোনীত করেন।
ISESCO Prize for Open Digital Education Resources in 2018 পুরস্কার পেয়েছেন মিজ সাইফা হক, সিনিয়র প্রভাষক, ইংরেজি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।
UNESCO/Emir Jaber al-Ahmad al-Jaber al-Sabah Prize for Digital Empowerment of Persons with Disabilities 2018/2019-এর জন্য বাংলাদেশ থেকে জনাব ভাষ্কর ভট্টাচার্য্য মনোনীত হয়েছেন। জনাব ভাষ্কর ভট্টাচার্য্য প্রোগ্রাম ম্যানেজার হিসেবে Young Power in Social Action (YPSA) নামক এনজিওতে কর্মরত। ইনক্লুসিভ ডিজিটাল সলুউশনের মাধ্যমে শারীরিকভাবে অসামর্থ্য লোকদের ক্ষমতায়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। ইউনেস্কো হেডকোয়ার্টারে বিগত ০৩ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল হতে 'ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিসিডিডিআরবি) এর সংক্রামক রোগ বিভাগের মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফিরদৌসি কাদরীকে আয়োজক সংস্থা চূড়ান্তভাবে L’OREAL- UNESCO Awards For Women in Life Sciences-2020 পুরস্কারের জন্য মনোনীত করেছে। উন্নয়নশীল দেশে সংক্রামক রোগে আক্রান্ত শিশুর পরিচর্যা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাস্থসেবায় প্রভাব সৃষ্টকারী টিকা দান কর্মসুচী ও দ্রুত রোগ নির্ণয়কে উন্নীত করার ক্ষেত্রে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ তাঁকে বর্ণিত পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
MAB Young Scientist Awards (YSA) 2022 পুরস্কার পেয়েছেন সিমু আক্তার, সহকারী অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা ।