২৫ জুন ২০১৮
"ন্যাশনাল ওয়ার্কশপ অন ফিউচার ক্রপস ফর ফুড সিকিউরিটি এন্ড সাস্টেইনেবিলিটি" শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।
প্রেস বিজ্ঞপ্তি
আজ সোমবার ২৫ জুন ২০১৮ তারিখে দুপুর ০২:০০ ঘটিকায় ঢাকার নীলক্ষেতস্থ ব্যনবেইস ভবনের, বিএনসিইউ-এর সন্মেলন কক্ষে ইসলামিক এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো) ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর যৌথ আয়োজনে “ন্যাশনাল ওয়ার্কশপ অন ফিউচার ক্রপস ফর ফুড সিকিউরিটি এন্ড সাস্টেইনেবিলিটি” শীর্ষক তিন দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব আরিফুর রহমান অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সোহরাব হোসাইন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব মোঃ মনজুর হোসেন। এছাড়াও বাংলাদেশের নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, দপ্তর, অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্যে ভেজাল ও করণীয়, খাদ্য নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বাংলাদেশে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে এরই ধারাবাহিকতায় “ফিউচার ক্রপস ফর ফুড সিকিউরিটি এন্ড সাস্টেইনেবিলিটি” শীর্ষক জাতীয় কর্মশালাটি নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিবর্গ ও অংশীজনদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে করণীয় সম্পর্কে বাংলাদেশের অবস্থান নির্ণয়ে এক গূরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
বার্তা প্রেরক
মোহাম্মদ আব্দুল ওয়াসিম
প্রোগ্রাম অফিসার
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়।
০১৮১৯১৪৬৫৩৯