তারিখঃ ১৮ ডিসেম্বর ২০১৬
প্রেস বিজ্ঞপ্তি
Global Teacher Prize ২০১৭ এর শীর্ষ ৫০ এ বাংলাদেশ!
শিক্ষকতা পেশায় তাৎপর্যপূর্ন অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের Varkey Foundation কর্তৃক Global Teacher Prize প্রবর্তন করা হয় এবং বাংলাদেশ হতে Global Teacher Prize ২০১৭ এর জন্য মনোনয়ন প্রেরিত হলে গত ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে ইমেইল বার্তার মাধ্যমে শীর্ষ ৫০ ব্যাক্তির নামের তালিকায় বাংলাদেশের একজন শিক্ষকের স্থান পাওয়ার বিষয়টি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) কে নিশ্চিত করা হয়। ১৭৯ টি দেশের ২০,০০০ শিক্ষকের মধ্যে উক্ত তালিকায় বাংলাদেশ হতে স্থান করে নেন বেগম শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরপুর, বগুড়া। উল্লেখ্য, বিএনসিইউ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আয়োজক সংস্থা Varkey Foundation এর সাথে যোগাযোগ পূর্বক প্রার্থী মনোনয়ন, যাচাই বাছাই ও বাংলাদেশ হতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগনের নাম আয়োজক সংস্থার নিকট প্রেরণসহ এ ব্যাপারে সকল কার্যক্রম পরিচালনা করে। ইতোমধ্যে Varkey Foundation তাদের ওয়েবসাইটে শীর্ষ ৫০ ব্যাক্তির একটি তালিকা প্রকাশ করেছে। চূড়ান্তভাবে বিজয়ী শিক্ষক উক্ত পুরস্কার হিসেবে পাবেন Global Teacher Prize এবং এক মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও মনোনীত শীর্ষ ১০ জন ব্যাক্তিকে আগামী ১৮-১৯ মার্চ ২০১৭ তে দুবাইতে অনুষ্ঠিতব্য Global Education and Skills Forum (GESF) এ আমন্ত্রণ জানানো হবে এবং উক্ত অনুষ্ঠানেই বিজয়ী একজন ব্যাক্তির নাম ঘোষণা করা হবে।
বার্তা প্রেরক
মোহাম্মদ আব্দুল ওয়াসিম
প্রোগ্রাম অফিসার
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন
শিক্ষা মন্ত্রণালয়
মোবাইল- ০১৮১৯১৪৬৫৩৯