সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০১৮
সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও আর্মেনিয়ার রাষ্ট্রদূত এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রকাশন তারিখ
: 2018-03-28
গত মঙ্গলবার ২৭ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ), কার্যালয়ে, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সন্মানিত সচিব ও বিএনসিইউ এর মহাসচিব জনাব মোঃ সোহরাব হোসাইন এবং বাংলাদেশের পরিসেবা অঞ্চল অন্তর্ভুক্ত, ভারতের নয়া দিল্লীতে নিযুক্ত আর্মেনিয়ার মান্যবর রাষ্ট্রদূত H.E. Mr. Armen MARTIROSYAN এর মধ্যে এক দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে উভয় দেশের কল্যাণে কিভাবে কাজ করা নিয়ে তা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। জনাব হোসাইন ও জনাব আর্মেন মার্তিরোসিয়ান উভয়ই নিজ নিজ দেশের সংশ্লিষ্ট বিষয়ে সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ও পারস্পরিক সহায়তার আশ্বাস দেন। এছাড়াও বাংলাদেশের ঢাকায় স্থাপিত সুপ্রাচীন আর্মেনিয়ান চার্চকে আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত করার বিষয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এতে বাংলাদেশ ও আর্মেনিয়া উভয় দেশের বিষয় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী করনীয় নির্ধারন সম্পর্কে আলোচনা হয়।
চেয়ারপার্সন

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার
সেক্রেটারি জেনারেল

সিদ্দিক জোবায়ের
ডেপুটি সেক্রেটারি জেনারেল

জনাব জুবাইদা মান্নান
বিস্তারিত
Memory of the World Register
The Historic 7th March Speech of
Bangabandhu Sheikh Mujibur Rahman
বিস্তারিত
MOWCAP Regional Register
Memory of the World Committee for the Asia & the Pacific Regional Register incribes
"Sultana's Dream" by Rokeya S. Hossain
বিস্তারিত
কেন্দ্রীয় ই-সেবা
জরুরি হেল্পলাইন নম্বর
