ইউনেস্কো মহাত্মা গান্ধী ইন্সটিটিউট অব এডুকেশন ফর পিস এন্ড সাসটেইনেবিলিটি (@UNESCO MGIEP) পক্ষে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এম.পি. (@Dipu Moni) বৈশ্বিক শিক্ষায় নেতৃত্বদানকারী ৩ জন নেতার অন্যতম হিসাবে "TAGe-Talking Across Generation" শীর্ষক এক অনলাইন লাইভ সংলাপে অংশগ্রহণ করবেন। কোভিড পরবর্তী শিক্ষাব্যবস্থা পুননির্মাণ নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং তরুণদের নিম্নে প্রদত্ত লিংক এর মাধ্যমে একটি অনলাইন সমীক্ষায় সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছেঃ
https://tagesurvey2021.paperform.co
এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত লিংকে দেখা যেতে পারে
https://mgiep.unesco.org/
বিশ্বব্যাপী সমীক্ষায় অংশগ্রহণকারী তরুণদের মধ্য থেকে নির্বাচিত ৬ জন তরুণের মধ্যে ১ জন বাংলাদেশি তরুণকেও আমন্ত্রণ জানানো হবে যিনি মাননীয় মন্ত্রীর সাথে সরাসরি লাইভ সংলাপে অংশগ্রহণ করবেন।