Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কোর ASPnet (Associated School Project Network) এর অন্তর্ভুক্ত ঢাকার ৪০ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2021-02-24

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কোর ASPnet (Associated School Project Network) এর অন্তর্ভুক্ত ঢাকার ৪০ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  আয়োজন করা হয়। বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল, জনাব মোঃ সোহেল ইমাম খান উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের নিকট পুরষ্কার তুলে দেন। চলমান কোভিড ১৯ পরিস্থিত বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে পূর্ব-নির্ধারিত বিধিনিষেধ চলমান থাকায় তাদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধাজনক সময় বিবেচনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদানের বিষয়টি পরিচালনা করার বিনীত অনুরোধ করা হয়।    

 

শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।  ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা (‘ক’ গ্রুপ) ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীর বাংলাদেশ’, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘নেতৃত্বের গুণাবলী বিকাশে বঙ্গবন্ধুর চেতনা’ (‘খ’ গ্রুপ) এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা (‘গ’ গ্রুপ) ‘বাঙালি জাতিসত্তার স্ফুরণ ও বঙ্গবন্ধু’ শীর্ষক বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে ৯ জন শিক্ষার্থীকে এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরষ্কার প্রদান করা হয়।  অনুষ্ঠানের ছবি দেখতে ক্লিক করুন। 

 

বাঙালির জাতীয় জীবনে সুউচ্চ গৌরবে অভিষিক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) মুজিববর্ষ উদযাপনের এই প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিএনসিইউ’র পরিচালিত কার্যক্রমসমূহের একটি উল্লেখযোগ্য বিষয় হলো ASPnet (Associated School Project Network)। এই প্রোগ্রামের আওতায় ইউনেস্কোর অন্যান্য সদস্য রাষ্ট্রের মত বাংলাদেশও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনার বিকাশ এবং তারা যাতে বঙ্গবন্ধুকে আরোও নিবিড়ভাবে জানতে পারে সে লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে।  ২৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তারিখে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।   

 

 

এস এম ফয়সাল আরাফাত

প্রোগ্রাম অফিসার (আইসিটি ও এএসপিনেট)

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন